মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের নামকরণ করা হয়েছে ‘মুজিবনগর’ মুক্তির জন্মভূমি এবং বাংলাদেশের অস্থায়ী রাজধানী। আল-হাজ এ.কা. এম. ইদ্রিস আলী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সামাজিক কর্মকান্ড, স্থানীয় কিছু শিক্ষানুরাগীদের সাথে 10 আগস্ট, 1983 সালে মুজিবনগর উপজেলার দারিয়াপুরে ‘শিমন্ত ডিগ্রি কলেজ’ হিসাবে কলেজটি প্রতিষ্ঠা করেন। আর এটা করা হয়েছে এই এলাকার দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুবিধার্থে। পরবর্তীতে কলেজটির নাম হয় মুজিবনগর ডিগ্রি কলেজ। শিক্ষা মন্ত্রণালয় 26 জুন, 2012 তারিখে প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, শেখ হাসিনা কর্তৃক 17 এপ্রিল, 2001 এবং 2011, মুজিবনগর দিবসে কলেজটি জাতীয়করণের ঘোষণা অনুসারে কলেজটিকে জাতীয়করণ করে। এরপর কলেজটির নাম মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ।
Class Regular
Study tour 2022
Group study
Class work
victory day photos
sports day
Special Day